মাউস একটি ছোট ইনপুট ডিভাইস । কম্পিউটারে নির্দেশ দেওয়ার জন্য দুই অথবা তিনটি বাটন সম্মিলিত ইনপুট ডিভাইসের নাম মাউস । বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের মাউস পাওয়া যায় । ব্যবহাকারী তার চাহিদা অনুযায়ী ছোট এই ডিভাইসটি ব্যবহার করে থাকে । সাধারণত মাউসে দুটি বাটন একটি স্ক্রল বাটন থাকে যার মাধ্যমে আমরা কম্পিউটারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্দেশ দিয়ে থাকি । মাউসের ডানে এবং বামে দুইটি বাটন থাকে । মাউসের বাম বাটনকে Action Button বলে । এটি দিয়ে কোন ফাইল, ফোল্ডার , ড্রাইভ এ ক্লিক করে রান করা হয় । এক জায়গা থেকে অন্য জাযগায় কোন ফাইল ,ফোল্ডার ,অ্যাপ্লিকেশন ইত্যাদি সরানোর কাজে ব্যবহার করা হয় । মনে করুন, আপনি একটি ফাইল ডেস্কটপে আছে এই ফাইলটি আপনি সরাতে চাচ্ছেন । এর জন্য আপনাকে যে ফোল্ডারটি সরাতে চাচ্ছেন তার উপর মাউসের পয়েন্টার নিতে হবে এবং মাউসের বাম বাটনটি দিয়ে চেপে যে কোন স্খানে নিতে পারবেন । মাউসের বাম বাটনটির মাধ্যমে আরো অনেক কাজ করা যায় । বিশেষকরে ফাইল, ফোল্ডার, অ্যাপ্লিকেশন ওপেন করার কাজে বেশি ব্যবহার হয় । সাধারণত একটি ক্লিক করে ফাইল,ফোল্ডার, অ্যাপ্লিকেশন সিলেক্ট করা হয় এবং ওপেন করার জন্য ডাবল ক্লিকের প্রয়োজন হয় ।
ডান বাটন দিয়ে কোন ফাইল, ফোল্ডার, অ্যপ্লিকেশনে ক্লিক করলে কতোগুলো অপশন দেখা যায় । এই অপশন গুলোদিয়ে বিভিন্ন কাজ করা যায় । মজার একটি বিষয় হলো মাউসের দুইটি বাটনের মাধ্যমে আপনি যে কোন ফাইল, ফোল্ডার, অ্যাপ্লিকেশন ওপেন করা সম্ভব হয় । আপনি কোন ফাইল, ফোল্ডার , অ্যাপ্লিকেশনে নাম পরিবর্তন অথবা ডিলিট করতে চাচ্ছেন । এর জন্য বেশকিছু পদ্ধিতি রয়েছে যেমন আপনি মাউসের ডান বাটনদিয়ে এটি করতে পারবেন । আবার ডিলিট করতে চাচ্ছেন তার জন্য মাউসের ডান বাটনের মাধ্যমে এটি করতে পারবেন ।
মাউসের মাঝের অংশে একটি স্ক্রোল বাটন রয়েছে । এটি দিয়ে উপর থেকে নিচেন দিকে উঠানামরা করানো যায় । মনে করুন, আপনি মাইক্রসফট এর ফাইল ওপেন করেছে এর মধ্য অনেক টেক্স রয়েছে আপনি চাচ্ছেন নিচের দিকে যে টেক্স রয়েছে সেগুলোকে দেখতে। এর জন্য আপনাকে স্ক্রোল বাটনটি ঘুরাতে হবে তাহলে নিচের টিক্সগুলোকে দেখতে পারবেন ।
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ
খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...
onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।