অ্যাডোবি এক্সডি ডেভলপ করেছে অ্যাডোবি সিস্টেম । মূলত এ সফটওয়্যারটি ব্যবহার করা হয় ওয়েব সাইট , এবং মোবাইল অ্যাপলিকেশন ডিজাইন করার জন্য । ব্যবহারকারী তার অ্যাপে কোন ধরনের ফন্ট, কলার, ব্যাকগ্রাউন, বাটন, এ্যানিমেশন, ইত্যাদি কাজের জন্য অ্যাডোবি এক্সডি ব্যবহার করা হয় ।
এ সফটওয়্যারটি মাধ্যমে অ্যাপে কোন বাটন ক্লিক করলে কি আসবে, কোন জাযগায় আইকন থাকবে, কোথায় ইমেজ থাকবে, সব মিলিয়ে ব্যবহারকারীর জন্য সেরা ইন্টারফেছ ডিজাইনের সাহায্য করে অ্যাডোবি এক্সডি। অনলাইনে ব্যাপক ভাবে বিস্তার লাভ করায় এ সফটওয়্যারটি বেশি পরিচিতি লাভ করেছে ।
অ্যাডোবি এক্সডিতে বেশ কয়েকটি টুল রয়েছে যার মাধ্যমে এ সফটওয়্যারটি দিয়ে বিভিন্ন রকমের অ্যাপলিকেশন তৈরিতে সাহায্য করে । এ সমস্ত টুল পরিচিতির জন্য যদি আপনি অ্যাডোবি ফটোশপের টুল সম্পর্কে জানেন তাহলে অ্যাডোবি এক্সডির সমস্ত টুল সম্পর্কে জানতে তেমন কোন সমস্যা হবে না । আপনার যদি অ্যাডোবি ফটেশপ না জানা থাকে তাহলেও তেমন কোন সমস্যা হবে না । কারন এর সফটওয়্যারটি জটিল কোন টুল নেই।
অ্যাডোবি এক্সডি এর ডিজাইন করার পর এটিতে কোন ধরনে এনিমেশন ব্যবহার করা হয় তা সরাসরি লাইভ দেখতে পাওয়া যায় । বর্তমানে তথ্যপ্রযুক্তির ফলে বেশির ভাগ কোম্পানী তাদের সেবা নিয়ে আসছে অ্যাপোর মাধ্যমে। এ সফটওয়্যারটি উইন্ডোজ আপারেটিং এবং ম্যাক ওএস সিস্টেমের জন্য সম্পর্ণরূপে ফ্রি পাওয়া যায় । বর্তমানে অ্যাপ ডিজাইনের করার জন্য এ সফটওয়্যারটি জুড়ি নেই ।
নোট : - সব ফাইলের এক্সটেনশন হয় তেমনি ভাবে অ্যাডোবি এক্সডি। এক্সটেনশন রয়েছে যেমন :- ( .xd)
অ্যাডোবি এক্সডি সম্পর্কে
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ
খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...
onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।