কম্পিউটার হলো বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বিষ্ময়কর আবিষ্কার। কম্পিউটার একটি ইলেকট্রিক যন্ত্র । Compute শব্দ থেকে Computer কম্পিউটিার এর উৎপত্তি । যা গ্রিক শব্দ থেকে এসেছে। আর কম্পিউটার শব্দের অর্থ হলো গননাকারী যন্ত্র । প্রাথমিক পর্যায়ে এটি গননার কাজে ব্যাবহার হতো। এটি দিয়ে বর্তমানে গানিতি ,যুক্তি, ও সিদ্ধান্তমূলক কাজ করা হচ্ছে এবং তা খুবিই দ্রুততার সাথেই।
অর্থাৎ : কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রিক যন্ত্র যা ডাটা গ্রহন , বিন্যাস এবং বিশ্লেষন করে সঠিক তথ্য প্রদান করে ।
উদাহরন সূরূপ বলা য়ায যে, আমরা সঠিক তথ্য দিতে পারলে কম্পিউটার তা বিশ্লেষন কবে মুহুর্তের মধ্য আমাদের কে সঠিক ফলাফল প্রদান করতে পারে
উপরোক্ত বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যে, আমারা যখন কোন তথ্য দিয়ে থাকি তখন কম্পিউটার তা প্রসেস করে এবং তার যথাযথো ফলাফর প্রদান করে ।
কম্পিউটারের সবচেয়ে বড় বিশেষ্ত হলো নিভুল ভাবে কাজ করতে সক্ষম । কম্পিউটারের মাধ্যমে আমরা যে ধরণের ডাটা পেয়ে থাকি তা সঠিক ও নির্ভুল হওয়া প্রয়োজন। তবে এ ক্ষেত্রে ব্যবহার কারীকে অবশ্যই সঠিক ইনপুট দিতে হবে তাহলে কম্পিউটার নির্ভুল ফলাফল প্রদান করতে সক্ষম হবে ।
কম্পিউটার আমাদেরকে খুবই অল্প সময়ে অনেক গুলো ডাটা প্রসেসিং করে ফলাফল প্রদান করে । কম্পিউটারের দ্রুত ফলাফল প্রদান করা জন্য বর্তমানে খুবই বিখ্যাত ও জনপিয় ডিভাইস । কারণ আমাদেকে কোন বড় সংখ্যার গানিতিক বিষয়ে সমস্যা হলে এবং তার ফলাফল বের করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় । তবে এক্ষেত্রে কম্পিউটার খুবই দ্রুত ফলাফর প্রদান করতে সক্ষম হয় ।
কম্পিউটার স্বয়ংক্রিয় ভাবে কাজ করতে সক্ষম । হাডওয়্যার ও প্রগ্রামের সাহায্যে, যে কোন কাজ স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের সাহায্য করা যায় ।
কম্পিউটার ব্যবহার কারীর সমস্ত ডাটাসূমহকে একটি নির্দিষ্ট স্থানে কম্পিউটার সংরক্ষণ করতে সক্ষম হয় । যার কারনে কম্পিউটার ব্যবহার কারীর পূর্বের তথ্য গুলোকে পুনরায় ব্যবহার কারার উপযোগী করে তুলে । বর্তমানে, যে ধরনের কম্পিউটার হোক না কেন তার জন্য বিশাল একটি ডাটা ষ্টোর রয়েছে । যেখানে তার সমস্ত ডাটাকে সংরক্ষন করে।
কম্পিউটারে বেশি ব্যবহার করা হয় পুনরাবৃত্তি করণ । এ কাজটি করার জন্য কম্পিউটার কোন ধরণের ভুল করেনা এবং কখনো কোন ধরনের ক্লান্তি বোধ হয় না বরং তা সহনশীল ভাবে কারত সক্ষম হয় ।
কম্পিউটার সম্পর্কে
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ
খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...
onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।