Choose Language

Bengali Englinsh

সি এস এস সম্পর্কে


সি এস এস এর পরিচিতি


Css Tutorial

সি এস এস খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ওয়েব সাইট ডেভলপ এবং ডিজাইন করার ক্ষেত্রে। একজন প্রফেশনাল ওয়েব ডেভলপার হিসাবে কাজ করার জন্য সি এস এস শিখার কোন বিকল্প নেই। আপনাকে সি এস এস শিখার আগে অবশ্যই এইচটি এম এল সম্বন্ধে ভাল ভাবে শিখতে হবে। এইচটি এম এল এর ব্যাসিক কাঠামোকে পূর্ণঙ্গ রূপে সজ্জিত করার জন্য সি এস এস ব্যবহার করা হয়ে থাকে । এর ফলে এইচটি এম এল দিয়ে যে ওয়েব পৃষ্টা তৈরি করা হয় তা সুন্দর ভাবে উপস্থাপিত হয় ।

CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets । সি এস এস এর মাধ্যমে এইচটি এম এল ফাইলের বিভিন্ন উপাদান গুলোকে সুন্দর ভাবে সাজাতে সক্ষম হয় । কেননা এইচটি এম এল এর কিছু ( Attributes ) দিয়ে সামান্য কিছু স্টাইল করতে পারি। কিন্তু সি এস এস দিয়ে নিজেদের তৈরিকৃত ওয়েব সাইটটি বিভিন্নি ধরনের ফন্ট, কালার, মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন কালার সহ সুন্দর ভাবে নির্ধারণ করতে পারি ।

উপরের বিষয়টি থেকে আমরা জানতে পারলাম যে, সি এস এস কি এবং কোথায় ব্যবহার করা হয় । এখন আলোচনা করব কিভাবে সি এস এস ব্যবহার করা হয় ।

সি এস এস ব্যবহার করার জন্য তিনটি পদ্ধিতি রয়েছে । এ তিনটি পদ্ধতি সম্পর্কে জানব।

  • ইনলাইন সি এস এস
  • ইন্টারনাল সি এস এস
  • এক্সটারনাল সি এস এস

এই তিনটি পদ্ধিতি দিয়ে আমরা এইচটি এম এল এর বিভিন্ন রকমের পরিবর্তন করা সহ সুন্দর ভাবে ওয়েব সাইটি ডিজাইন করতে সাহায্য করে । তবে সি এস এস এর গঠন হলো কতোগুলো নিয়মের সমষ্টি । প্রতিটা সি এস এস দুইটি অংশে বিভক্ত থাকে । যার প্রথমটি হচ্ছে ( Selector ) এবং অন্যটি হচ্ছে ( Declaration)

Selector সাধারণত এইচটি এম এল এর উপাদান গুলো থাকে । যেমন :- Body, h1, to h6, p, span, ইত্যাদি থাকতে পারে । একই সিলেক্টরের মধ্য একের অধিক ডিক্লারেশন থাকতে পারে এবং এই ডিক্লারেশন একের অধিক থাকার কারণে কোন সমস্যা হয় না । বরং তা ওয়েব পৃষ্ঠাকে সুন্দর ভাবে সাজাতে সক্ষম হয় ।

এখন জানব যে, ডিক্লারেশন কি ?

CSS Selector

ডিক্লারেশন আবার দুইটি অংশে বিভক্ত থাকে প্রথম অংশে থাকে ( Property ) এবং দ্বিতীয় অংশে থাকে ( Valo ) যা Property এর বৈশিষ্ট নির্নয় করে । যেমন :- কালার, ফন্টসাইজ, ব্যাকগ্রাউন, অ্যানিমেশন ইত্যাদি।

Note

নোট : - সব ফাইলের এক্সটেনশন হয় তেমনি ভাবে সিএসএস এর এক্সটেনশন রয়েছে যেমন :- ( .css)


সি এস এস টিউটোরিয়াল


সি এস এস এর সম্পর্কে
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ

অনুগ্রহ করে শিয়ার করুন

সর্বশেষ টিউটোরিয়াল শিখুন

জনপ্রিয় টিউটোরিয়াল শিখুন

Hamidur Rahman Repon

হামিদুর রহমান রিপন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু , আমি একজন অ্যান্ড্রয়েড সফটওয্যার ডেভলপার পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কম্পিউটার ও প্রোগ্রাম সম্পর্কে শিখতে আগ্রহী । আমারা তাদেরকে খুব সহজে এবং গভীর ভাবে শিখতে সাহায্য করছি । আমরা ভাল কিছু করার চেষ্টা করছি । আমি আশা করি এই ওয়েব সাইট onlineashikhi.com আাপনাদেরকে কম্পিউটার ও প্রোগ্রাম সম্পর্কে শিখতে সাহায্য করবে । ধন্যবাদ !!!

আগামী টিউটোরিয়াল শিখুন

খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...

onlineashikhi.com সেবা সূমহ

onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।

জনপ্রিয় টিউটোরিয়াল পেতে লাইক / সাবস্ক্রাইব করুণ