এইচটিএমএল (হাইপার টেক্সট মার্কআপ ল্যাংঙ্গুয়েজ ) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। যা মার্ক আপ ট্যাগের ব্যবহারের মাধ্যমে ওয়েব পেজকে বেসিক কাঠামো তৈরি করা হয় । এইচটি এম এল কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং এইচটি এম এল হলো মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এবং একসারি মার্ক আপ ট্যাগের সমন্বয়ে গঠিত ।
বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং এর ব্যবহার করার মাধ্যমে খুব সহজে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করতে পারি। ওয়েব সাইটে ওয়েবপেজ তৈরিতে করার জন্য বেশি ব্যবহার করা হয় এইচটি এম এল। এইচটি এম এল কোড লেখার আগে নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা হয় । প্রত্যেকটি ভাষার জন্য কিছু নির্দষ্ট নিয়ম-কানুন রয়েছে ঠিক তেমনী এইচটি এম এল লেখার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে । এই নির্দিষ্ট নিয়ম বা ধরণকই এইচটি এম এল ভাষাতে (Syntax ) বলা হয়। তাই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী না লিখলে ব্রাউজারে প্রদর্শর করতে ব্যার্থ হয় ।
এইচটি এমএল ট্যাগ ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ধরণের ফরমেটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা হয়ে থাকে। ওয়েব সাইটের ওয়েবপেজ দুই ধরনের হয়ে থাকে । ১. স্টাটিক ওয়েবপেজ ২. ডায়ানামিক ওয়েব পেজ। স্টাটিক ওয়েব পেজটি তৈরি করার জন্য এইচটি এম এল ও সি এস এস ব্যবহার করা হয় । ডায়ানামিক ওয়েব পেজটি তৈরি কারা জন্য এইচটি এম এল , সি এস এস এর সাথে জাভাস্ক্রিপ্ট ,পি এইচ পি ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ।
এইচটি এম এল শেখার জন্য আপনাকে তেমন একটা পরিশ্রম করতে হবে না। বরং নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এটি শেখা যায়। এইচটি এম এল দিয়ে ওয়েবপেজের নির্দিষ্ট কাঠামো তৈরি করা যায় কিন্তু ঐ পেজকে সুন্দর করে তুলার জন্য সি এস এস প্রয়োজন হয় ।
<!DOCTYPE html> |
<html lang="en"> |
<head> |
<title> OnlineAshikhi.com </title> |
</head> |
<body> |
<p> Hallo World </p> |
</body> |
</html> |
নোট : - সব ফাইলের এক্সটেনশন হয় তেমনি ভাবে এইচটি এম এল । এক্সটেনশন রয়েছে যেমন :- ( .html)
Element | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Support | Yes | Yes | Yes | Yes | Yes |
এইচটি এম এল সম্পর্কে
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ
খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...
onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।