জাভা প্রোগ্রাম সঠিকভাবে পরিচালনা করার জন্য JDK প্রোয়োজন হয়। কম্পিউটারে JDK Download করার জন্য অবশ্যই এই সফটওয়্যার ডাউনলোড করতে হবে। অন্যান্য সফটওয়্যার ডাউনলোড করার মতো আমরা JDK Download করার জন্য আমাদের পচ্ছন্দমতো একটি ব্রাউজার সিলেক্ট করি । আমি এখানে Google Chrome সিলেক্ট করছি । কিন্তু আপনার কম্পউটারে JDK ইনস্টাল করা রয়েছে কী ? সেই বিষয় সম্পর্কে জানতে হলে । কমান্ড প্রম্পট ওপেন করুন এবং এমন টাইপ করুন ।
আপনার কম্পউটারে যদি JDK ইনস্টাল করা থাকে তাহলে এমন দেখতে পাবেন ।
এখানে এমন না দেখতে পারলে আপনাকে অবশ্যই JDK ডাউনলোড করে ইনস্টাল করতে হবে । এটি সম্পর্ন ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । এছাড়া আপনি JDK ডাউনলোড করার জন্য আপনার পচ্ছন্দের ব্রাউজারে সার্চ করুন ।
প্রথম লিংকে ক্লিক করুন । আপনাকে একটি ওয়েব সাটে নিয়ে যাবে ।
এই পেজে আসার পর একটু স্ক্রাল করলে এমন দেখতে পারবেন। এখানে তিন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য এটি রয়েছে । আপনি যে ধরনের আপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেই ধরনের অপারেটিং সিস্টেমের জন্য JDK ডাউনলোড করুন । আমি উইন্ডোজ আপারেটিং সিস্টেম ব্যবহার করছি সেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেরের জন্য ব্যবহৃত JDK ডাউনলোড করছি।
ডাউনলোড সম্পর্ন হওয়ার পর ফাইলটির উপর ডাবল ক্লিক করুন । একটুপরে এমন একটি পপআপ ওপেন হবে। আপনি যদি ইনস্টাল করতে চান তাহলে Next বাটনে ক্লিক করুন ।
এখানে আপনার কাছে জানতে চাচ্ছে যে, আপনি কোন ডিরেক্টরীতে JDK ইনস্টাল করতে চাচ্ছেন । আপনি চাইলে এখানে থেকে ডিরেক্টরী চেঞ্জ করতে পারেন । আমি কোন ডিরেক্টরী চেঞ্জ করতে চাচ্ছিনা । সেহেতু Next বাটন প্রেস করছি ।
সম্পর্নভাবে JDK ইনস্টাল হওয়ার পর এমন একটি পপআপ ওপেন হবে । আমরা এখানে Close বাটন ক্লিক করি । এখন আমাদের আবার কমান্ড প্রম্পট ওপেন করতে হবে এবং পূর্বের ন্যায় আপনি চেক করতে পারেন । চেক করার জন্য টাইপ করুন । যেমন :-
সঠিক ভাবে ইনস্টাল হলে আপনার কমান্ড প্রম্পটে এমন আসবে । যদি এমন দেখতে পারেন তাহলে বুঝবে যে JDK ইনস্টাল হয়েছে ।
আর যদি এমন না আসে ।
আপনার কম্পিউটারের ডেক্সটপ স্কিনে This Pc উপর মাউসের রাইট বাটন প্রেস করুন । এখানে একেবারে শেষের দিকে Properties অফশনে মাউসের লেফ্ট বাটন প্রেস করুন । এবার একটি নতুন উইন্ডোজ ওপেন হবে । যেমন :-
এই উইন্ডোজ আসার পর আপনাকে Advanced system settings এর উপর মাউসের লেফ্ট বাটন দিয়ে একটি ক্লিক করি । তাহলে আরেকটি উইন্ডোজ ওপেন হবে ।
এই উউন্ডোজ থেকে Environment Variables মাউসরে লেফ্ট বাটন দিয়ে প্রেস করুন । তাহলে আরেকটি উইন্ডোজ ওপেন হবে ।
এই উইন্ডোজ আসার পর আপনাকে একটি Path দিতে হবে । এই Path দেওয়ার জন্য New প্রেস করতে হবে । কম্পিউটারে ( c:\ ) ড্রাইভ থেকে এই Path সংগ্রহ করতে হবে । যেমন :-
এখানে যে Path রয়েছে এটি কপি করুন ।
এখানে কপি করা Path পেস্ট করুন এবং সবশেষে Ok বাটন প্রেস করুন । এছাড়া যতগুলো পপআপ উইন্ডোজ রয়েছে সেগুলোতে Ok বাটন প্রেস করুন। এখন আপনি কমান্ড প্রম্পট ওপেন করুন এবং টাইপ করুন ।
এখন আপনাকে অবশ্যই এমন উইন্ডোজ দেখতে পারবেন ।
আমি এখানে 17.0.1 ভারর্সন ব্যবহার করছি । আপনি যদি অন্যকোন ভারর্সন ব্যবহার করে থাকেন তাহলে সেই ভারর্সন দেখতে পারবেন । তবে আমরা জাভা প্রোগ্রাম শেখার জন্য Intellij IDEA ব্যবহার করব । Intellij Idea সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ
খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...
onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।