মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম বা গ্রাফিক্স সফটওয়্যার । পাওয়ার পয়েন্ট মার্কিন যুক্তরাষ্টের মাইক্রোসফট কর্পোরেশন কর্তক তৈরিকৃত একটি প্রেজেন্টেড ডিজাইন সফটওয়্যার । এ প্রোগ্রামটি ব্যবহার করে সুন্দর সুন্দর স্লাইড তৈরি করা ছাড়াও আরো বিভিন্ন ধরনের (Transition ও Animation Effect ) দিয়ে ছবি বা লেখাকে প্রাণবন্ত করে উপস্থাপন করা যায় । অফিস প্যাকেজটির সাথে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি যুক্ত থাকে ।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সহজে ইচ্ছে মত স্লাইড, প্রজেক্টস্টাটাস, রিপোর্ট, এনিমেশন তৈরি করা যায়। তবে মাইক্রোসফট ওয়ার্ড জানা থাকলে খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে পারা যায ।
মাইক্রোসফট ওয়ার্ড যখন সংরক্ষণ করা হয় তখন তাকে একটি ডকুমেন্ট ফাইল তৈরি হয় । আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন সংরক্ষন কারা হয় তখন তাকে প্রেজেন্টেশন বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফাইলে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে তেমনি ভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইলের মধ্য অনেক গুলো স্লাইড থাকে ।
মাইক্রসফট পাওয়ার পয়েন্ট আমাদের ব্যবহার করার জন্য এর পৃষ্ঠার অকার সঠিকভাবে ব্যবহার করা জানা দরকার । বিশেষ করে যখন একটি পৃষ্ঠার আমরা তৈরি করি তখন এর আকার নির্দিষ্ট ভাবে দেওয়া থাকে । এই পৃষ্ঠাগুলোকে সম্পর্ণ স্কিনের আকার না দিলে এর প্রেজেন্টেশনটি ভাল ভাবে ফুটিয়ে তোলা যায় না । এর জন্য সম্পর্ণ পৃষ্ঠাটির আকার সিঠিকভাবে দেওয়া উচিৎ ।
নোট : - সব ফাইলের এক্সটেনশন হয় তেমনি ভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এক্সটেনশন রয়েছে যেমন :- ( .pptx )
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ
খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...
onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।