মাইক্রোসফট ওয়ার্ড একটি প্রাকেজ প্রগ্রাম সফটওয়্যার । বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসাবে মাইক্রোসফট ওয়ার্ড একটি জনপ্রিয় সফটওয়্যার । কম্পিউটারের ব্যবহার এখন সর্বক্ষেত্রে দেখাযায়, যা এ বিশ্বকে পরিবর্তন করতে বিশেষ ভূমিকা পালন করছে। তবে মাইক্রোসফট ওয়ার্ড জনপ্রিয় হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে । তার মধ্য একটি হলো এটি চিএ ভিত্তিক ( Graphical User Interface –GUI ) উইন্ডোজ পরিবেশ পরিচালিত হওয়ার জন্য বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় সফটওয়্যার ।
কম্পিউটারে আমরা বিভিন্ন ধরণের লেখালেখি কাজ করে থাকি । মাক্রোসফট কর্পারেশন কর্তৃক প্রকাশিত মাইক্রোসফট ওয়ার্ড এর আরও কিছু প্যাকেজ প্রগ্রাম সফটওয়্যার রয়েছে । তার মধ্য বেশি ব্যবহার করা হয় মাইক্রোসফট ওয়ার্ড । এ সফটওয়্যারটি বাংলা , ইংরেজী ,সহ বিভিন্ন ধরনের বিষয় লেখালেখি করার কাজে ব্যবহার হয় ।
মাক্রোসফট কর্পারেশন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে রেখেছেন । যেমন :- সুন্দর ভাবে চিঠিপত্র লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। যা অন্য প্রগ্রাম দিয়ে সুন্দর ভাবে কারা সম্ভব নয়। অন্যদিকে মাইক্রোসফট এক্সেল দ্বারা সুন্দরভাবে যে হিসাব নিকাশ করা হয় তা মাইক্রোসফট ওয়ার্ড দিযে করা যায় না ।
আমরা মাইক্রসফট ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরণের কাজ করব বিশেষ করে চিঠি, বই , দরখস্ত ইত্যাদি বিষয় । তবে এ ক্ষেত্রে আমাদের মাইক্রসফট ওয়ার্ডের ব্যবহার করার নিয়ম কানুন শিখা জরুরী । এক্ষেত্রে কিভাবে মাইক্রসফট ওপেন করতে হয়, কিভারে এর ভিতরে সমস্ত ফন্ট ব্যবহার করতে হয় , কিভাবে এক বা একাধিক ফাইল সঠিক নিয়মে সংরক্ষন করতে হয় এসমস্ত বিষয় জানা অত্যান্ত জরুরি ।
এসমস্ত বিষয় ছাড়া আরো অনেক ধরনের বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে শিখব । যে বিষয়গুলো আমাদেরকে মাইক্রসফট ওয়ার্ডে কাজ করার সময় বিশেষভাবে দৃষ্টি রাখতে হয় যেমন ফন্ট , । কম্পিউটারে কাজ করার সময় একটি কাজ করার সময় ফন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় । কেননা কোন ফন্ট ব্যবহার করলে পাঠকদের জন্য ভাল হবে এবং কোন ফন্ট আপনার পাঠকের জন্য বিরক্তিকর হবে । এ সমস্ত বিষয় যদি সঠিক ভাবে জানতে পারেন তাহলে সেই বিষয়টা সকলের কাছে গুরুত্ব পারে ।
নোট : - সব ফাইলের এক্সটেনশন হয় তেমনি ভাবে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন রয়েছে যেমন :- ( .docx )
মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে
উক্ত বিষয়ের উপর আপনার যদি কোন মতামত বা পরামর্শ থাকে আপনি আমাদেরকে অবশ্যই জানাবে এর জন্য আপনি Contuct US পেজটি ফলো করুন । ধন্যবাদ
খুবই দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওযেব সাইটে নিয়ে আসা হবে বর্তমানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে । ...
onlineashikhi.com ভাল মানের সেবা দিযে থাকে। বিস্তারিত জানতে মেইল করুণ onlineashikhi@gmail.com পেয়ে যাবেন আমাদের সকল সেবা সূমহ । আমি মনে করি, এটি আপনাকে কম্পিউটার ও প্রগ্রাম সম্পর্কে শিখতে অনেক সাহায্য করবে ।